আমার সিলেট
রাজনীতি
২৮ সেপ্টেম্বর, ২০২৫

৯ বছর পর আবার জামায়াতের লোগো পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
ঢাকা
১৫
৯ বছর পর আবার জামায়াতের লোগো পরিবর্তন

জামায়াতে ইসলামীর লোগো (বামে ২০১৬ সালের এবং ডানে ২০২৫ সালের নতুন লোগো)

৯ বছর পর আবারও দলীয় লোগো পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত স্প্যানিশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পেছনে রাখা দলীয় পতাকা এবং দেয়ালে ঝুলানো নতুন লোগোটি প্রথমবারের মতো প্রকাশ্যে আসে।

নতুন লোগোতে দেখা যায়—সবুজ পতাকার মাঝে কিতাবের ওপর উদীয়মান সূর্য। সূর্যের ওপরে রয়েছে একটি কলম, যা দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্ধবৃত্ত দেওয়া হয়েছে, যা ‘প্রবেশ দুয়ার’-এর প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।

এর আগে ২০১৬ সালে দলটির লোগো পরিবর্তন করা হয়েছিল। তখন গম্বুজের মধ্যে ‘আল্লাহ’ শব্দের মাঝখানে দাঁড়িপাল্লা এবং নিচে লেখা ছিল ‘আকিমুদ দ্বীন’ (দ্বীন কায়েম কর)। একই বছরের ৭ জুন দলটি বাংলাদেশের পতাকার আদলে লাল-সবুজ রঙের আরেকটি লোগোও ব্যবহার করেছিল। তবে কোনোটিই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

এরপর থেকে জামায়াতের সভা-সমাবেশে ২০১৬ সালের আগের লোগো ব্যবহার হতে থাকে। সংবাদমাধ্যমও সংবাদ প্রকাশে সেই লোগোই ব্যবহার করে। পাশাপাশি সামাজিকমাধ্যমে ধূসর পটভূমির ভেতরে সবুজ বৃত্ত রেখার মধ্যে কালো রঙে লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ শীর্ষক লোগো দেখা যেত।

রোববার সামনে আসা নতুন লোগোও এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। জামায়াতের একাধিক নেতা জানিয়েছেন, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা আগে ছিল না। তবে সামাজিকমাধ্যমে আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে কয়েক দিনের মধ্যেই দলীয়ভাবে লোগো প্রকাশ করা হতে পারে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সমকালকে বলেন,

“বেশ কয়েকটি লোগোর নকশা প্রাথমিকভাবে করা হয়েছে। কোন লোগোটি ব্যবহার করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। নির্বাহী পরিষদের আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”

মতামত (0)