আমার সিলেট
রাজনীতি
৯ অক্টোবর, ২০২৫

৩৭নং ওয়ার্ড শ্রমিক কল্যাণের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর, সিলেট
৩৭নং ওয়ার্ড শ্রমিক কল্যাণের মতবিনিময় সভা

শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার

প্রতিষ্ঠায় জামায়াত অঙ্গিকারাবদ্ধ

-----মাওলানা হাবিবুর রহমান

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে ( মহানগর ও সদর) জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- দেশের উন্নয়ন তখনই সম্ভব, যখন শ্রমিকরা তাদের প্রাপ্য সম্মান ও অধিকার পাবেন। দাঁড়িপাল্লার আদর্শই সেই ন্যায়ভিত্তিক সমাজ গড়ার নিশ্চয়তা দেয়। শ্রমজীবী মানুষের কল্যাণ, অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াত অঙ্গিকারাবদ্ধ।

তিনি বলেন, শ্রমিকরা সবসময় রাজনীতির সিড়ি হিসেবে ব্যবহৃত হলেও তাদের ভাগ্যের কোন উন্নয়ন হয়নি। ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠিত না হলে শ্রমজীবি মানুষের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। তাই আমরা ক্ষমতায় গেলে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমজীবী ভাইদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এজন্য দাঁড়িপাল্লার বিজয়কে নিশ্চিত করতে হবে।

তিনি বুধবার (৮ অক্টোবর) রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর ৩৭নং ওয়ার্ড শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ৩৭নং ওয়ার্ড শ্রমিক কল্যাণের সভাপতি সাবেক মেম্বার বাবুল আহমদের সভাপতিত্বে ও জালালাবাদ থানা সেক্রেটারী এখলাসুর রহমান আবিদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক শ্রমিক নেতৃবৃন্দ অংশ নেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মহানগর জামায়াতের বায়তুল মাল সেক্রেটারী মুফতী আলী হায়দার, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, ৩৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার রিয়াজ মিয়া ও মহানগর শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক প্রমূখ।

মতামত (0)