৩১ দফা কর্মসূচি মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে লিফলেট বিতরণ

ক্ষমতা শুধুমাত্র সুবিধা ভোগের মাধ্যম নয়; বরং
অবহেলিত মানুষের অধিকার আদায়ের সংগ্রাম
-------- ভিপি মাহবুব
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব বলেছেন, ক্ষমতা শুধুমাত্র সুবিধা ভোগের মাধ্যম নয়; বরং অবহেলিত মানুষের অধিকার আদায়ের সংগ্রাম। জকিগঞ্জ ও কানাইঘাটের মানুষ দীর্ঘদিন অবহেলিত ও বঞ্চিত হয়েছেন। তাদের পাশে থেকে আমি রাজপথে থেকে সংগ্রাম করে যাবো। আমার লক্ষ্যই হবে জনগনের সেবা করা। জনগণের ভোটাধিকার নিশ্চিত ও তাদের নায্য অধিকার আদায়ে আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে।
তিনি বলেন, এই জনপদে এখনও অনেক গ্রাম আছে যেখানে পাকা রাস্তা নেই, চিকিৎসার জন্য মানুষকে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে যেতে হয়, কৃষক তার ধান-ফসলের ন্যায্যমূল্য পান না, তরুণরা চাকরি না পেয়ে হতাশায় দিন কাটান। আমি চাই এই দুঃখ্য দুর্দশাকে লাঘব করতে। জকিগঞ্জ-কানাইঘাটকে গড়ে তুলতে চাই একটি আধুনিক, স্বনির্ভর ও সুযোগ-সুবিধাসম্পন্ন অঞ্চল হিসেবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শুধু সরকার নয়, বদলে যাবে রাষ্ট্র পরিচালনার ধারা। জনগণ হবে রাষ্ট্রের প্রকৃত মালিক, আর ভোটের অধিকার হবে সুরক্ষিত। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আইনের শাসন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত হবে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) কানাইঘাট পৌর শহরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দকে নিয়ে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে অনুষ্ঠিত পথসভায় তিনি এ ঘোষণা দেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) আগামীর রাষ্ট্র নায়ক জননেতা তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কানাইঘাট পৌর শহরে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল নেতৃবৃন্দদের লিফলেট বিতরণ শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
পৌর বিএনপির সাবেক আহবায়ক কাউন্সিলর আবিদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী জসিম উদ্দিনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, হোসেন আহমদ, সালাউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমদ, সদস্য সচিব আমিনুল ইসলাম, পৌর আহবায়ক আব্দুর রহমান, সদস্য সচিব মনির হোসেন যুবদল নেতা বদরুল ইসলাম মেম্বার প্রমুখ। এছাড়াও লিফলেট বিতরণ ও পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
