২৪ অক্টোবর থেকে রেল যাত্রীদের টিকেটের সাথে আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করার নির্দেশনা

রেলযাত্রী সেবার মান উন্নয়ন ও টিকেট কালোবাজারী রোধের লক্ষ্যে আগামী ২৪ অক্টোবর থেকে যাত্রীদেরকে সিলেট রেলস্টেশনের প্লাটফর্মে প্রবেশ ও প্রস্থানের সময় টিকেটের সাথে আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করার নির্দেশনা দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক জনাব সরওয়ার আলম। সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পে আজ ১৬ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরী সভায় সড়ক, রেল ও আকাশ পথের যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আকাশ পথে সিলেট-ঢাকা রুটের এয়ার টিকেটের মূল্য হ্রাস করা, সিলেটের জন্য আরেকটি নতুন ট্রেন চালু করা ও টিকেট কালোবাজারী রোধ, সিলেট-ঢাকা মহাসড়কের ৪ লেনের কাজ দ্রুত সম্পন্ন করা, বিদ্যমান যানজট নিরসন, চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পসমুহ গতিশীল করা এবং যাত্রীসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় সিলেটের বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
