আমার সিলেট
রাজনীতি
৫ সেপ্টেম্বর, ২০২৫

১৩নং ওয়ার্ডের খুলিয়াপাড়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
সিলেট
১৩নং ওয়ার্ডের খুলিয়াপাড়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ভারতীয়

আধিপত্যবাদ থেকে মুক্তি দিয়েছে

----মাওলানা হাবিবুর রহমান

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- টানা দেড় দশক আওয়ামী ফ্যাসিবাদ জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছিল। পতিত ফ্যাসিস্ট সরকার সব সময় দেশের স্বার্থ জলাঞ্জলী দিয়ে ভারতকে খুশী রেখেছে। তাদের শেষ রক্ষা হয়নি। জুলাই আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমাদের দেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পেয়েছে এবং আওয়ামী ফ্যাসিবাদকে দেশ থেকে চিরতরে বিদায় করেছে। ভবিষ্যত কেউ ফ্যাসিবাদী হওয়ার চেষ্টা করলে তাদেরকেও কঠোর পরিনতি বরণ করতে হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় স্বোচ্ছার থাকতে হবে।

তিনি বলেন, জামায়াত ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সবার জন্য একটি মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। যেখানে কোন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ঠাই হবেনা। রাষ্ট্রের কোন সেক্টরে ঘুষ-দুর্নীতি থাকবেনা। সেই নজির আমাদের শহীদ নেতৃবৃন্দ ইতোমধ্যে রেখে গেছেন। তারা দুটি মন্ত্রণালয়ে চালিয়েছেন তাদের বিরুদ্ধে এক টাকাও দুর্নীতির প্রমাণ কেউ দেখাতে পারেনি। আমরা দেশে সেই নজির স্থাপন করতে চাই। আমাদেরকে একটি বার সুযোগ দিন। আমরা সন্ত্রাস-দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ উপহার দিবো।

তিনি শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর খুলিয়াপাড়ায় সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানার ১৩নং ওয়ার্ড জামায়াত আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ওয়ার্ড সভাপতি ডাঃ মোবারক হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী মিজানুর রহমান সৈকতের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, কোতোয়ালী পশ্চিম থানা আমীর আজিজুল ইসলাম, নায়েবে আমীর এডভোকেট সিরাজুল ইসলাম, সেক্রেটারী পারভেজ আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জামায়াত নেতা ইফতেখার আহমেদ, প্রভাষক দেওয়ান আসকীর আলী, শ্রমিক নেতা আব্দুল হামিদ রিপন, কাজিরবাজারের ব্যবসায়ী নেতা জিয়াউল ইসলাম, স্থানীয় জামায়াত নেতা কবির আহমদ, ফয়সল আহমদ, রাফিউল ইসলাম ও শাহীন আহমেদ প্রমূখ।

মতামত (0)