১, ২ ও ৩ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় সম্ভাব্য সভাপতি প্রার্থী আলমগীর হোসেনের নেতৃত্বে মিছিলসহ যোগদান

সিলেট নগরীর ১, ২ ও ৩ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী আলমগীর হোসেনের নেতৃত্বে এক বর্ণাঢ্য মিছিলসহ উপস্থিত হন নেতাকর্মীরা।
শনিবার বিকেলে অনুষ্ঠিত এ কর্মীসভায় আলমগীর হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহ-গ্রাম বিষয়ক সম্পাদক ময়নুল ইসলাম মিনু, সিলেট মহানগর যুবদলের সদস্য ফয়ছল আহমদ, রাসন আহমেদ ও জায়েদ আহমদ, ৮ নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ কবির, ৮ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক আলাল আহমেদ, মহানগর যুবদল নেতা আব্দুল মান্নান ও গিয়াস উদ্দিন, বিমানবন্দর থানা যুবদল নেতা মামুনুর রশিদসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মীসভায় বক্তারা বলেন, সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী দিনের আন্দোলন সংগ্রামে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা সভাপতি পদপ্রার্থী আলমগীর হোসেনের প্রতি সমর্থন জানিয়ে তার নেতৃত্বে যুবদলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
