হাসপাতালে বউয়ের লাশ রেখে পালালো স্বামী ও শ্বাশুড়ি

মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের বরইউরি গ্রামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরে ওই তরুণীর লা*শ মৌলভীবাজার সদর হাসপাতালে রেখে পালিয়েছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন— এমন অভিযোগ উঠেছে।
নিহত তরুণীর নাম প্রিয়া বেগম, তিনি বর্ষিজুড়া এলাকার শাহিন মিয়ার মেয়ে। কয়েক বছর আগে তার বিয়ে হয় বরইউরি গ্রামের ইব্রাহিমের সঙ্গে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই প্রিয়া ও ইব্রাহিমের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে প্রিয়া নিজের এক বার্তায় লিখেছিলেন—
দুনিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ হলো বিয়ে। ভাগ্য করে সঠিক জীবনসঙ্গী পেলে সব ঠিক, আর না হলে কবর পর্যন্ত সবকিছু মানিয়ে নিতে হয়।
গতকাল (রাত ১১টা ৩০ মিনিটের দিকে) প্রিয়ার মৃত দেহটি সদর হাসপাতালে আনা হয়। এরপরই স্বামী ইব্রাহিম ও তার পরিবার হাসপাতাল থেকে পালিয়ে যায়।
নিহত প্রিয়ার পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হ*ত্যা করা হয়েছে। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
