হারানো ফোন ফিরে পেতে যা করা লাগবে জানালো এসএমপি

সংগৃহীত
সিলেটে উদ্ধারকৃত ২৩৯টি মোবাইলের IMEI শনাক্ত
হারানো ফোন ফিরে পেতে ডিবি কার্যালয়ে যোগাযোগের আহ্বান এসএমপির।
গত ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) সিলেট নগরীর করিম উল্লাহ মার্কেটসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ যে ৪২২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে, তার মধ্যে এখন পর্যন্ত ২৩৯টি মোবাইল ফোনের মূল আইএমইআই নম্বর শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
এসএমপি জানায়, অবশিষ্ট মোবাইল ফোনগুলোর আইএমইআই নম্বর পরিবর্তিত এবং অনেকগুলো ফোন এফআরপি (FRP) লক অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এসব মোবাইল ফোন দ্রুত শনাক্তের লক্ষ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, শনাক্তকৃত আইএমইআই নম্বরের তালিকায় যেসব ব্যক্তি তাঁদের হারানো মোবাইল ফোনের আইএমইআই নম্বর খুঁজে পাবেন, তারা মোবাইল ফোন ফেরত পেতে উপ-পুলিশ কমিশনার (ডিবি) বরাবর আবেদন, সংশ্লিষ্ট সাধারণ ডায়েরির (জিডি) কপি, মোবাইল ক্রয়ের রশিদ, মোবাইল ফোনের বক্স এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি সঙ্গে নিয়ে যোগাযোগ করতে পারবেন।
এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার (ডিসি-ডিবি) শাহরিয়ার আলম (মোবাইল: ০১৩২০-০৬৭৩৬০) অথবা তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) বুলবুল বিশ্বাস (মোবাইল: ০১৭২৩-২৮৮২৮০)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
উদ্ধারকৃত মোবাইলের IMEI নংঃ
(1) Samsung Galaxy M02s
IMEI: 355597653059721 / 355873173059727
রং: নীল
(2) Samsung SM-E225F/DS
IMEI: 357661640674469 / 359200370674460
রং: Ocean Blue
(3) Orbit Y50
IMEI: 352232589974313 / 352232589955973
রং: Ocean Green
(4) Redmi A5
IMEI: 866814078290266 / 866814078290274
রং: সাদা
(5) Realme RMX3760
IMEI: 862234374843243 / 862234374843250
রং: কালো
(6) Samsung Galaxy A23
IMEI: 354650139567279 / 355740249567274
রং: Sky Blue
(7) Oppo A16
IMEI: 865598678426575 / 865598678426583
রং: সিলভার
(8) Vivo Y03t
IMEI: 865529074778376 / 865529074778368
রং: কালো
(9) Honor 200 Lite
IMEI: 868903061532277 / 868903061551434
রং: কালো
(10) Motorola Moto G34
IMEI: 359657881894277 / 359657881894285
রং: কালো
পূর্ণ IMEI তালিকা নিচে সংযুক্ত/লিংকে দেওয়া হলো
https://drive.google.com/file/d/1Q52YuhTCJDV4R5ri4KZUsi5_lcSUk3k9/view?usp=drivesdk
