হাদির হত্যাকারীর বিচারের দাবিতে সদর উপজেলার মোগলগাঁওয়ে সমাবেশ ও দোয়া মাহফিল

হাদি ছিলেন একটি বিপ্লবী চেতনার নাম- মাওলানা হাবিবুর রহমান
সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আজ আমরা এক শোকাতুর কিন্তু অত্যন্ত কঠিন দাবি নিয়ে এখানে সমবেত হয়েছি। আমাদের ভাই, ইনকিলাব মঞ্চের অকুতোভয় সিপাহসালার শরীফ ওসমান হাদিকে কাপুরুষোচিতভাবে আমাদের মাঝ থেকে কেড়ে নেওয়া হয়েছে। যারা ভেবেছিল একটি প্রাণের প্রদীপ নিভিয়ে দিয়ে ইনকিলাবের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া যাবে, তারা বোকার স্বর্গে বাস করছে। শরীফ ওসমান হাদির রক্ত এখনো শুকায়নি। প্রশাসনের কাছে আমাদের সোজাসাপ্টা প্রশ্ন- ঘটনার এত সময় পার হওয়ার পরও কেন মূল খুনিরা এখনো ধরাছোঁয়ার বাইরে? আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, টালবাহানা বন্ধ করুন। অনতিবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালে তাদের বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, শরীফ ওসমান হাদি শুধু একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একটি চেতনার নাম। ইনকিলাব মঞ্চ যে সত্য ও ন্যায়ের লড়াই শুরু করেছে, হাদি ভাইয়ের শাহাদাত সেই লড়াইকে আরও বেগবান করেছে। রক্ত যখন আমরা দিয়েছি, তখন বিজয় ছিনিয়ে না আনা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।
তিনি বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফতেহপুরে বৃহত্তর ফতেহপুর এলাকাবাসী আয়োজিত সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
দেশবাসীর প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, এই বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হোন। আজ হাদিকে হারানো হয়েছে, কাল হয়তো আপনার পালা। তাই এই অন্যায়ের বিরুদ্ধে একতাবদ্ধ হওয়া ছাড়া আমাদের আর কোনো পথ নেই। হাদির স্বপ্ন ছিল একটি শোষণমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ। আমরা তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নের শপথ নিচ্ছি।
পীরজাদায়ে ফতেহপুরী মৌলভী রুহুল আমীনের সভাপতিত্বে ও মাওলানা জাকারিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- সিলেট সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসলাম উদ্দিন, নায়েবে আমীর লালা আহমদ, সহকারী সেক্রেটারী জৈন উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন, আমীর নাজির উদ্দিন, ৭নং মোগলগাও ইউনিয়ন আমীর মাওলানা আলাউদ্দিন, জামায়াত নেতা আলাউদ্দিন মানিক, ৩নং ওয়ার্ড সভাপতি দেলওয়ার হোসেন, আবদুল্লাহ আল মামুন, শফিকুর রহমান মেম্বার, সাহাবুদ্দীন, ৩নং ওয়ার্ড সেক্রেটারি হেলাল আহমদ, জাকারিয়া, রবিউল হক, সালমান আহমদ, নূর মিয়া প্রমুখ। শুরুতেই কোরআন তিলাওয়াত করেন ক্বারী ইউসুফ আলী।
