সুনামগঞ্জে মাওলানা মুশতাক গাজীনগরী হত্যা মামলার আসামি সিলেট থেকে গ্রেপ্তার

বামে মাওলানা মুশতাক গাজীনগরী ও ডানে আসামী এম আব্দুল হাফিজ
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) হত্যাকাণ্ডে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে সিলেট মহানগরের টিলাগড় এলাকা থেকে দিরাই থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতের নাম এম আব্দুল হাফিজ। অভিযানে সিলেটের শাহপরাণ থানা পুলিশও সহযোগিতা করে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
কীভাবে নিখোঁজ হলেন মুশতাক গাজীনগরী
গত ২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে নিজ বাড়ি গাজীনগর থেকে বের হন মাওলানা মুশতাক। রাত সাড়ে ১০টার দিকে দিরাই রোড পয়েন্টে বনফুল মিষ্টির দোকানের সিসি ক্যামেরায় তাকে সর্বশেষ দেখা যায়। এরপর রাত সাড়ে ১১টায় একই স্থানের আরেকটি দোকানের ক্যামেরায় আবারও তার উপস্থিতি ধরা পড়ে। রাত ১১টা ৪০ মিনিটে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
লাশ উদ্ধার
পরের দিন পরিবারের পক্ষ থেকে শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। তবে নিখোঁজের ৫৮ ঘণ্টা পর, ৫ সেপ্টেম্বর সকালে দিরাই উপজেলার শরীফপুর গ্রামের ইটভাটার পাশে পুরাতন সুরমা নদীতে স্থানীয়রা তার লাশ ভেসে থাকতে দেখে। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।