আমার সিলেট
অপরাধ
৬ অক্টোবর, ২০২৫

সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ধর্মপাশা, সুনামগঞ্জ, সিলেট
১২
সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মর্মান্তিক মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশায় আদালত প্রাঙ্গণে সাবেক স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তার (২৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছুরিকাঘাতের পর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা হামলাকারী সাবেক স্বামী আক্তার হোসেন (৪০)-কে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

জানা যায়, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের রমজান আলীর মেয়ে শরীফার সঙ্গে সুনামগঞ্জের ধর্মপাশার কান্দাপাড়া গ্রামের হেকিম মীর্জার ছেলে আক্তার হোসেনের বিয়ে হয়েছিল প্রায় ১০ বছর আগে। তাঁদের সাড়ে তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে। পারিবারিক কলহের জেরে এক বছর ধরে তাদের মধ্যে দাম্পত্য বিরোধ চলছিল এবং ছয় মাস আগে বিবাহবিচ্ছেদ ঘটে। পরে মেয়ের হেফাজত চেয়ে আক্তার আদালতে মামলা করেন। সোমবার ছিল সেই মামলার হাজিরার দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে মেয়েকে নিয়ে আইনজীবীর পরামর্শের জন্য আদালত প্রাঙ্গণে অপেক্ষা করছিলেন শরীফা আক্তার। এ সময় পেছন থেকে এসে সাবেক স্বামী আক্তার হোসেন তাঁর পিঠে ছুরিকাঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুর দুইটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শরীফার ছোট ভাই লিমন মিয়া জানান, তাঁর বোন দীর্ঘদিন ধরে সাবেক স্বামীর নির্যাতনের শিকার ছিলেন। তিনি হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসি দাবি করেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, “ঘটনার পরপরই আসামিকে ছুরিসহ আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

মতামত (0)

    সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মর্মান্তিক মৃত্যু