সিলেটের ‘পরিত্যক্ত’ হাসপাতালটি চালু হচ্ছে শিগগিরই

সিলেটের ঐতিহ্যবাহী আবু সিনা ছাত্রাবাস ভেঙে নির্মিত ২৫০ শয্যার জেলা হাসপাতাল প্রায় দুই বছর পর অবশেষে চালু হতে যাচ্ছে। প্রায় ৮৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণকাজ ২০২৩ সালে শেষ হলেও দায়িত্ব না নেওয়ায় এতদিন পরিত্যক্ত অবস্থায় ছিল হাসপাতালটি।
বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে জেলা প্রশাসক সারওয়ার আলম জানান, সব জটিলতা কাটিয়ে আগামী দুই মাসের মধ্যে জেলা হাসপাতাল চালু হবে। এতে ওসমানীতে রোগীর চাপ কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
গণপূর্ত বিভাগ জানায়, হাসপাতালের অধিকাংশ কাজ শেষ হয়েছে। বাকি কিছু আনুষঙ্গিক কাজ মাসখানেকের মধ্যে শেষ হবে। ১৫ তলা এই ভবনের আটতলা নির্মাণ শেষ হয়েছে, যেখানে কার্ডিয়াক ও জেনারেল ওটি, আইসিইউ, সিসিইউ, গাইনি, অর্থপেডিক্সসহ বিভিন্ন বিভাগ রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। তাদের কাজ শেষে হাসপাতালটি সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর হতে পারে।
উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ হাসপাতালের নির্মাণকাজ উদ্বোধন করেন। তবে নাগরিক সমাজ আবু সিনা ছাত্রাবাস ভেঙে হাসপাতাল নির্মাণের বিরোধিতা করে আন্দোলনও করেছিল।
