আমার সিলেট
সিলেট
২৫ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটের ছয় পর্যটনকেন্দ্র ঘিরে মহাপরিকল্পনা, সাদাপাথর-জাফলং পরিদর্শনে মাস্টারপ্ল্যান কমিটি

নিজস্ব প্রতিবেদক
কোম্পানীগঞ্জ, সিলেট
সিলেটের ছয় পর্যটনকেন্দ্র ঘিরে মহাপরিকল্পনা, সাদাপাথর-জাফলং পরিদর্শনে মাস্টারপ্ল্যান কমিটি

সিলেটের সাদাপাথর, জাফলংসহ ছয়টি পর্যটনকেন্দ্রকে ঘিরে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সেই পরিকল্পনার অংশ হিসেবে বুধবার (২৫ সেপ্টেম্বর) এসব পর্যটনকেন্দ্র পরিদর্শনে আসে সিলেট পর্যটন মাস্টারপ্ল্যান কমিটি।

সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা ছাড়াও দেশের পরিবেশ বিশেষজ্ঞ ও স্থাপত্য বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. বজলুর রশিদ।

পরিদর্শনকালে কমিটির সদস্যরা সাদাপাথরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। পরে সাংবাদিকদের তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা করে পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়ন, স্থানীয়দের কর্মসংস্থান এবং পর্যটকদের সেবার মানোন্নয়নই তাদের মূল লক্ষ্য।

সাদাপাথর
জাফলং
মাস্টারপ্ল্যান
পর্যটনকেন্দ্র

মতামত (0)