আমার সিলেট
অপরাধ
১৭ ডিসেম্বর, ২০২৫

সিলেটের চৌহাট্টা শহীদ মিনারের বেদীতে জুতা পরে ওঠার অভিযোগ

তাহমিদ হোসাইন (প্রতিনিধি)
সিলেট সদর, সিলেট
২৫
সিলেটের চৌহাট্টা শহীদ মিনারের বেদীতে জুতা পরে ওঠার অভিযোগ

সিলেটের চৌহাট্টা শহীদ মিনারের বেদীতে জুতা পরে ওঠার অভিযোগ উঠেছে। গতকাল (১৬ই ডিসেম্বর ২০২৫) শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি।

অভিযোগ অনুযায়ী, এক বা একাধিক ব্যক্তি শহীদ মিনারের বেদীতে জুতা পায়ে উঠে অবস্থান করেন, যা ভাষা শহীদদের স্মৃতির প্রতি চরম অবমাননা বলে মনে করছেন সচেতন মহল। ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

স্থানীয়রা বলছেন, শহীদ মিনার বাঙালির আত্মত্যাগ ও ভাষা আন্দোলনের প্রতীক। সেখানে এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। তারা দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী, যেন ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

মতামত (0)