আমার সিলেট
সিলেট
১২ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটে শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক
সিলেট
১১
সিলেটে শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণ, বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত এবং উন্নয়নমূলক কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ ও ২ এর নির্বাহী প্রকৌশলীরা জানান, সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

  • লাক্কাতুরা সোর্স লাইন আওতাধীন এলাকা: কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা (আংশিক), লাক্কাতুরা বাজার, মুসলিমপাড়া, মালনীছড়া, বড়শালা বাজার, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, সাহেবের বাজার, সালুটিকর ঘাটসহ আশপাশ।

  • আম্বরখানা উপকেন্দ্র আওতাধীন এলাকা: ইলেকট্রিক সাপ্লাই রোড, হাউজিং এস্টেট, জালালাবাদ আ/এ, আম্বরখানা, জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, দরগা মহল্লা, শাহী ঈদগাহ, কাজিটুলা, মিরবক্সটুলা, তাতিপাড়া, হাজারীবাগসহ বিস্তৃত এলাকা।

  • নাইওরপুল ফিডার আওতাধীন এলাকা: কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানী যাদুঘর, ধোপাদিঘীর উত্তরপার, কুমারপাড়া, শাহী ঈদগাহ ও আশপাশ।

  • বালুচর ফিডার আওতাধীন এলাকা: বালুচর, শান্তিবাগ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ ও সংলগ্ন এলাকা।

বিদ্যুৎ সরবরাহ
সোর্স লাইন
নির্বাহী প্রকৌশলী

মতামত (0)