আমার সিলেট
সিলেট
২৪ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং পয়েন্টে অভিযান, সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর, সিলেট
সিলেটে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং পয়েন্টে অভিযান, সংযোগ বিচ্ছিন্ন

সিলেট নগরের সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে প্রশাসন। চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় অটোরিকশার চার্জিং পয়েন্টগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মিটার খুলে নেওয়া হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার জানান, বিদ্যুৎ বিভাগের দেওয়া তালিকা অনুযায়ী ৩৮টি চার্জিং পয়েন্টের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর বাইরেও যদি অবৈধভাবে সংযোগ থাকে, সেগুলোও কেটে দেওয়া হবে। তিনি বলেন, “সিলেটকে নিরাপদ নগর হিসেবে গড়ে তুলতে যা যা করা প্রয়োজন সব করা হবে।”

প্রশাসনের সূত্র জানায়, নিবন্ধনবিহীন ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা দ্রুত বাড়তে থাকায় নগরে যানজট, দুর্ঘটনা ও জনভোগান্তি বেড়ে যায়। এ অবস্থায় চার্জিং পয়েন্টগুলো শনাক্ত করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ধাপে ধাপে পুরো নগরজুড়ে অভিযান চালানো হবে এবং নিয়ম ভেঙে অবৈধভাবে যান চালালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নগরবাসীর নিরাপদ চলাচল ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, অবৈধ যানবাহনের বিরুদ্ধে এসএমপির বিশেষ অভিযানের তৃতীয় দিনে বুধবার প্রথম পালে ৪৫টি যান আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা ৩২টি, সিএনজি অটোরিকশা ২টি, মোটরসাইকেল ১০টি এবং একটি পিকআপ। একই দিনে বিভিন্ন আইন অমান্যের দায়ে ১২টি মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত, সোমবার অভিযানের প্রথম দিনে ৮৭টি যান আটক ও ১৭টি মামলা দায়ের হয় এবং মঙ্গলবার দ্বিতীয় দিনে আটক হয় ১০৫টি যান ও মামলা হয় ৩২টি।

ব্যাটারিচালিত অটোরিকশা
অটোরিকশা
অবৈধ
এসএমপি
অভিযান

মতামত (0)