সিলেটে ফুটপাত-রাস্তা দখলমুক্তের দাবিতে অবস্থান কর্মসূচি

সিলেট মহানগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে কয়েকটি সামাজিক সংগঠন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিটি করপোরেশনের দুটি প্রধান প্রবেশমুখে এ কর্মসূচি চলে।
কর্মসূচিতে অংশ নেয় সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা। সংগঠনগুলোর নেতারা অভিযোগ করেন, নগরের ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। এতে প্রতিদিনই সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। পথচারীরা নিরাপদে চলাচলের সুযোগ পাচ্ছেন না, আর যানজটও দিন দিন আরও তীব্র হচ্ছে।
সংগঠনগুলোর নেতারা বলেন, সিলেট একটি জনবহুল নগরী হলেও সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল হওয়ায় নগরবাসীর দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। শিশু, নারী, বৃদ্ধরা নিরাপদে হাঁটতে পারছেন না। রাস্তায় শৃঙ্খলা ফেরাতে এবং নাগরিক জীবনের মানোন্নয়নে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
আয়োজকরা জানান, তারা দীর্ঘদিন ধরে এ সমস্যা সমাধানের দাবি জানিয়ে আসছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়ে তারা অবস্থান কর্মসূচিতে নামতে বাধ্য হয়েছেন।
এ সময় বক্তারা দ্রুত দখলদারদের উচ্ছেদ করে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার আহ্বান জানান। তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানান, সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক করতে এবং নগরের যানজট নিরসনে অবিলম্বে উদ্যোগ নিতে।