সিলেটে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হচ্ছে বেওয়ারিশ পরিচর্যা কেন্দ্র ও আশ্রয়স্থল

সিলেট মহানগরীর এয়ারপোর্ট সংলগ্ন নাছিরাবাদ হাউজিং এলাকায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ বেওয়ারিশ পরিচর্যা কেন্দ্র ও আশ্রয়স্থল। প্রবাসী অধ্যুষিত এই এলাকায় এর আগে অজ্ঞাত পরিচয়ের মানুষের জন্য কোনো স্থায়ী আশ্রয়স্থল ছিল না।
খোঁজ নিয়ে জানা গেছে, ‘জীবন ফাউন্ডেশন’ নামের একটি মানবিক সংস্থার উদ্যোগে এই রেস্কিউ সেন্টারটি গড়ে উঠছে। সংগঠনটি সিলেট শহরের বাসিন্দা ও ব্যবসায়ী জনাব জুনেদ আহমেদ চৌধুরীর উদ্যোগে সমমনাদের নিয়ে গড়ে তোলা হয়। দীর্ঘ কয়েক বছর ধরে তারা সিলেট ও আশপাশের বিভিন্ন এলাকায় রাস্তায় পড়ে থাকা অসহায়, অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন লোকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে আসছিল। তবে স্থায়ী আবাসনের অভাবে চিকিৎসা শেষে এদের আবারও রাস্তায় ফিরে যেতে হতো।
এই বাস্তবতাই উদ্যোক্তাদের মনে দাগ কাটে। সংগঠনের সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ চৌধুরী তাই স্থায়ী আশ্রয়স্থল গড়ে তোলার উদ্যোগ নেন। অবশেষে এক মানবিক ইংল্যান্ডপ্রবাসী বাংলাদেশির দেয়া জমিতে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে সিলেটের এই প্রথম বেওয়ারিশ পরিচর্যা কেন্দ্রটির। উদ্যোক্তারা জানিয়েছেন, ভূমিদাতা প্রবাসী আগামী জানুয়ারিতে দেশে এলে মূল ভবনের কাজ শুরু হবে।
তারা আরও জানান, রাস্তায় পড়ে থাকা পচাগলা দেহ কিংবা মানসিক ভারসাম্যহীন মানুষদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে বিপুল অর্থের প্রয়োজন। তাই কেন্দ্রটির কাজ দ্রুত সম্পন্ন করতে দেশ-বিদেশের সবাইকে সহযোগিতা ও দোয়া করার আহ্বান জানিয়েছেন জুনেদ আহমেদ চৌধুরী।
এ উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেটে মানবিক সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
