আমার সিলেট
অপরাধ
১৭ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটে স্কলার্সহোমের শিক্ষার্থীর রহস্যজনক ‘আ ত্ম হ ত্যা’

নিজস্ব প্রতিবেদক
সিলেট
২৯
সিলেটে  স্কলার্সহোমের শিক্ষার্থীর রহস্যজনক ‘আ ত্ম হ ত্যা’

সিলেট নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকা থেকে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আজমান আহমদ (২০) ওই এলাকার রাশেদ আহমদের ছেলে। খবর সিলেটটুডে২৪।

রাশেদ নগরীর স্কলার্স হোমের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আজমান ২০২৬ সালের এইচএসসি’র প্রাক-নির্বাচনী পরীক্ষায় পাঁচ বিষয়ে ফেল করেছে বলে শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষায় ফেল করার খবর পেয়ে আজমান নিজ রুমে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘নগরীর সুবিদবাজার বনকলাপাড়ায় এক স্কুল ছাত্র মারা গেছে খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

মতামত (0)