আমার সিলেট
সিলেট
২৩ ডিসেম্বর, ২০২৫

সিলেটে চাঁন্দের হাট ২ টাকা শীতের শপিং ৫ শতাধিক পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে কাপড় বিতরণ করলো নিঃস্বার্থ পরিবার

নিজস্ব প্রতিবেদক
সিলেট
২০
সিলেটে চাঁন্দের হাট ২ টাকা শীতের শপিং  ৫ শতাধিক পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে কাপড় বিতরণ করলো নিঃস্বার্থ পরিবার

শীতার্ত পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক সংগঠন নিঃস্বার্থ পরিবার–সিলেট। গত ২১ ডিসেম্বর সিলেট নগরীর সারদা হলের মাঠে আয়োজন করা হয় ব্যতিক্রমী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ‘চাঁদের হাট’, যেখানে মাত্র ২ টাকায় শীতের পোশাক সংগ্রহের সুযোগ পায় অসহায় মানুষ।

এই মানবিক আয়োজনে প্রায় ৫০০ শতাধিক পথশিশু ও সুবিধাবঞ্চিত নারী-পুরুষ শীতবস্ত্র গ্রহণ করে। শিশু, নারী ও বয়স্কদের জন্য বিভিন্ন ধরনের শীতের পোশাকের ব্যবস্থা করা হয়। আয়োজনটি এমনভাবে সাজানো হয় যেন প্রত্যেকে সম্মান ও আত্মমর্যাদা বজায় রেখে নিজের পছন্দ অনুযায়ী পোশাক নিতে পারে, যা পুরো কর্মসূচিতে মানবিকতা ও সৌহার্দ্যের আবহ তৈরি করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিঃস্বার্থ পরিবার–সিলেটের সভাপতি মুক্তাদির কামালী দুর্জয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সিদরাতুল মুনতাহা, সভানেত্রী, পুনাক,এসএমপি। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম উপ-পুলিশ কমিশনার (উত্তর), সিলেট মেট্রোপলিটন পুলিশ। জনাব খান মুহাম্মদ মাইনুল জাকির, অফিসার ইনচার্জ, কোতোয়ালি মডেল থানা।মোহাম্মদ আব্দুল কাদির,পারভেজ আহমেদ, দুলাল কামালীসহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, নিঃস্বার্থ পরিবার–সিলেটের এই উদ্যোগ সমাজে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সহানুভূতি নয়, এটি সামাজিক দায়িত্বের অংশ।

নিঃস্বার্থ পরিবার–সিলেটের আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মতামত (0)