আমার সিলেট
অপরাধ
২৩ ডিসেম্বর, ২০২৫

সিলেটে কিশোর গ্যাং 'অবসরপ্রাপ্ত মাফিয়া' গ্রুপের ৯ সদস্য আটক

গোলাম হাফিজ সুফিয়ান (প্রতিনিধি)
সিলেট সদর, সিলেট
৮৬
১৬
সিলেটে কিশোর গ্যাং 'অবসরপ্রাপ্ত মাফিয়া' গ্রুপের ৯ সদস্য আটক

কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

সিলেটের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে “অবসরপ্রাপ্ত মাফিয়া” নামের একটি কিশোর গ্যাংয়ের ৯ জন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২টি ধারালো চাকু উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শিপলু চৌধুরীর নেতৃত্বে কোতোয়ালী মডেল থানাধীন চারাদিঘীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সংঘবদ্ধ মারামারি, ভয়ভীতি প্রদর্শন এবং জনশৃঙ্খলা বিঘ্ন সৃষ্টির সঙ্গে জড়িত “অবসরপ্রাপ্ত মাফিয়া” গ্রুপের এক সদস্যকে ২টি চাকুসহ আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন বিভিন্ন আবাসিক এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে একই কিশোর গ্যাংয়ের আরও ৮ জন সদস্যকে আটক করা হয়। এ নিয়ে মোট ৯ জনকে আটক করা হলো।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং-৩৭, তারিখ-২১/১২/২০২৩ খ্রিস্টাব্দ, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী-২০১৯) এর ৪/৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মতামত (0)