আমার সিলেট
অপরাধ
১৯ ডিসেম্বর, ২০২৫

সিলেটে অভিযান চালিয়ে ৪২২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার, আটক ৪

গহগোলাম হাফিজ সুফিয়ান (প্রতিনিধি)
সিলেট সদর, সিলেট
৭০
২১
সিলেটে অভিযান চালিয়ে ৪২২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার, আটক ৪

সংগ্রহীত

নগরীর করিম উল্লাহ মার্কেটসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৪২২টি চোরাই মোবাইল ফোন ও ২টি পেনড্রাইভ উদ্ধার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।

গত ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা এলাকায় চোর চক্রের সদস্যরা চোরাই মোবাইল ফোনসহ অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর গোয়েন্দা বিভাগ সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর চক্রের সদস্যরা গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করলে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে দরজা খুলে মোহাম্মদ সুজ্জাদের কাছ থেকে ৩৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফোনগুলোর বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন তিনি। একপর্যায়ে ফোনগুলো চোরাই বলে স্বীকার করায় তাকে গ্রেপ্তার করা হয়।

একই দিন ভোর আনুমানিক ৪টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ী এলাকার মোহাম্মদ আব্দুস শহীদের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুস শহীদ ও তার ভাতিজা আকরাম আলীকে ২৬টি চোরাই মোবাইল ফোন এবং ২টি পেনড্রাইভসহ আটক করা হয়।

আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের আরেক সহযোগী, আব্দুস শহীদের ভাই আইয়ুব আলীর মালিকানাধীন নগরীর জিন্দাবাজারস্থ সিটি শপিং সেন্টারের ‘তোহা টেলিকম’ থেকে আরও ২০৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী জানান, পরবর্তীতে করিম উল্লাহ মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত ‘স্মার্টফোন গ্যালারি’তে অভিযান চালিয়ে আরও ১৫৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ উদ্ধার অভিযানে এখন পর্যন্ত চোর চক্রের মোট চারজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত চোরাই মোবাইল ফোনগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং চোর চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

মতামত (0)