সিলেটে অবৈধ যানবাহন বন্ধে বিক্ষোভ, সাবেক মেয়র আরিফুল হকের নেতৃত্বে পদযাত্রা

সিলেটে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ ও পদযাত্রা করেছে নগরবাসী। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর আহ্বানে এ কর্মসূচি পালিত হয়।
কোর্ট পয়েন্ট থেকে শুরু হওয়া পদযাত্রা চৌহাট্টা কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় শেষ হয়। সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কোর্ট পয়েন্টে জড়ো হন। এতে অংশ নেন রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, পরিবহন সেক্টরের প্রতিনিধি, সমাজকর্মীসহ সচেতন নগরবাসী।
অংশগ্রহণকারীরা ‘অবৈধ গাড়ি চলবে না’, ‘নগরবাসীর প্রাণের দাবি, অবৈধ যানবাহন বন্ধ করো’, ‘ব্যাটারিচালিত রিকশা জনগণের মরণ ফাঁদ’ ইত্যাদি লেখা প্লেকার্ড হাতে নিয়ে শ্লোগান দেন।
পথসভায় বক্তারা বলেন, অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা ও যানবাহনের কারণে নগরে যানজট, দুর্ঘটনা ও জনভোগান্তি বাড়ছে। সাম্প্রতিক অভিযানের ফলে দুর্ঘটনা কমেছে এবং নগরজীবনে স্বস্তি ফিরেছে। তারা জেলা ও পুলিশ প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সমাপনী বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, “যেকোনো মূল্যে পর্যটন নগরী সিলেটের সৌন্দর্য ফিরিয়ে আনা হবে। দুর্গাপূজার পর আরও বৃহৎ পরিসরে কর্মসূচি ঘোষণা করা হবে।”
