আমার সিলেট
মতবিনিময়
২১ জানুয়ারী, ২০২৬

সিলেট-১ আসনে ১০ দলীয় জোট নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর, সিলেট
১১
সিলেট-১ আসনে ১০ দলীয় জোট নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

গণভোটে ‘হ্যা’ ও দাঁড়িপাল্লাকে

বিজয়ী করতে সিলেটবাসী ঐক্যবদ্ধ

---মাওলানা হাবিবুর রহমান

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান আশা-আকাঙ্খা পূরণে দেশ, জাতি ও ইসলামের বৃহত্তর সাথে জামায়াত ও ১০ দলীয় জোট কাজ করে যাচ্ছে। নব্য ফ্যাসিবাদ ঠেকাতে আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে সিলেট-১ আসনে গণভোটে ‘হ্যা’ ও প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারলে সিলেটের ৬টি আসনেই ১০ দলীয় জোটের প্রার্থীগণ বিপুল ভোটে বিজয়ী হবেন। কারণ গণভোটে ‘হ্যা’ ও জোটের প্রার্থীদের বিজয় নিশ্চিতে সিলেটবাসী ঐক্যবদ্ধ।

তিনি বলেন, বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে। ১০ দলীয় জোট নেতৃবৃন্দের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে আমরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাবো। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে নির্বাচন চলাকালে কোনধরণের পেশী শক্তি প্রদর্শন মেনে নেয়া হবেনা। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ১০ দলীয় জোট নেতৃবৃন্দকে সর্বদা ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বুধবার (২১ জানুয়ারী) রাতে সিলেট জেলা ও মহানগর ১০ দলীয় জোট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় নগরীর ধোপাদিঘীরপারস্থ একটি কমিউনিটি সেন্টারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, জামায়াতের সিলেট অঞ্চল টীম সদস্য ও সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিলেট মহানগর আহ্বায়ক এডভোকেট মোঃ আব্দুর রহমান আফজাল, জেলা আহ্বায়ক মো: জুনেদ আহমদ, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, বিডিপি সিলেট মহানগর আহ্বায়ক কবির আহমদ, এবি পার্টির সিলেট মহানগর আহ্বায়ক মো. ওমর ফারুক, নেজামে ইসলাম পার্টির সিলেট মহানগর সেক্রেটারী মাওলানা জুবায়ের আহমদ খান ও এলডিপি সিলেট মহানগর আহ্বায়ক মোজাম্মেল হোসেন লিটন প্রমূখ।

সভায় মহানগর জামায়াত ও ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সিলেট-১ আসনে নির্বাচন পরিচালনায় বিভিন্ন পরিকল্পনা ও কর্মপন্থা নির্ধারণ করা হয়। ১০ দলীয় জোট নেতৃবৃন্দকে নিয়ে সম্মিলিতভাবে মাঠে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত গৃহিত হয়।

মতামত (0)