আমার সিলেট
নির্বাচন
১৮ ডিসেম্বর, ২০২৫

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর, সিলেট
২৭
সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ গ্রহণের জন্য সিলেট-১ আসনে (মহানগর ও সদর) জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে উক্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের আইনজীবী টীম।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি ও এডিশনাল পিপি এডভোকেট মোঃ আলীম উদ্দীন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের যুগ্ম সম্পাদক এডভোকেট মোঃ আজীম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল খালিক ও সহ-সম্পাদক এডভোকেট মোঃ দেলোয়ার হোসেন শামীম।

মতামত (0)