সিলেট মহানগর ছাত্রশিবিরের “ভিক্টরি রান উইথ সিলেট সিটি শিবির” ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে

আজ ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৯:৩০ মিনিটে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ-এর সভাপতিত্বে ও সিলেট মহানগর সেক্রেটারি শহীদুল ইসলাম সাজু'র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “এই বিজয়কে ধরে রাখতে হলে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, তরুণরা যদি জুলাইয়ের ঐক্যের মতো ঐক্যবদ্ধ থাকে, তবে তারাই এ দেশ থেকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করতে পারবে।”
সভাপতির বক্তব্যে শাহীন আহমদ শুরুতেই মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, “যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম, স্বাধীনতার ৫৪ বছর পরও তা পূরণ হয়নি। আমরা চেয়েছিলাম একটি দুর্নীতি, গুম, খুন ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ। সর্বশেষ চব্বিশের জুলাইয়ে আমরা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিজয় অর্জন করেছি, তবে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে এখনও আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।”
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট মহানগরের সাবেক সভাপতি সাইফুল ইসলাম।
উক্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সিলেট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্রদের উপস্থিতিতে সম্পন্ন হয়।
