সিলেট চেম্বার নির্বাচনে পরিচালক পদে প্রার্থী ইমরান হুসেইন

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনে পরিচালক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন অয়েস্টার পোল্ট্রি অ্যান্ড ফিশারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরান হুসেইন। তিনি সিলেট ব্যবসায়ী ফোরামের হয়ে নির্বাচন করবেন বলে জানা গেছে।
ইমরান হুসেইন শুধু একজন সফল উদ্যোক্তাই নন; একাধারে তিনি জকিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও জকিগঞ্জ জামেয়া ইসলামিয়ার গভর্নিং বডির সভাপতি, বিপিআইএ’র কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক, ইউসেপ সিলেটের সভাপতি, ওয়াপসার সদস্যসহ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের সাথে যুক্ত আছেন।
চেম্বারকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখব। অনলাইনভিত্তিক কার্যক্রম চালু করে ব্যবসায়ীদের মতামত ও অভিযোগ দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও জানান, সরকারের বাণিজ্যনীতিতে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় মুখপাত্র হিসেবে কাজ করতে চান। স্থানীয় বাজার সম্প্রসারণ ও উদ্যোক্তা তৈরিতে কার্যকর পদক্ষেপ নিতেও তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
পরিচালক পদে জয়ী হতে ব্যবসায়ীদের আস্থা, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন ইমরান হুসেইন। ব্যবসার পাশাপাশি সামাজিক উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রেও তাঁর অবদান রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
