আমার সিলেট
কমিটি
৭ সেপ্টেম্বর, ২০২৫

সিলেট উইমেন চেম্বারের সভাপতি শম্পা, পরিচালক হলেন আরিফুলপত্নী সামা হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
সিলেট
২১
সিলেট উইমেন চেম্বারের সভাপতি শম্পা, পরিচালক হলেন আরিফুলপত্নী সামা হক চৌধুরী

সিলেট উইমেন চেম্বারের সভাপতি নির্বাচিত লুবানা ইয়াছমিন শম্পা ও পরিচালক সামা হক চৌধুরী

প্রায় এক দশক পর অনুষ্ঠিত নির্বাচনে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি পদে বিজয়ী হয়েছেন লুবানা ইয়াছমিন শম্পা। রোববার (৭ সেপ্টেম্বর) সিলেট পিটিআই মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন প্রার্থী। শম্পা ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সামিয়া আক্তার পেয়েছেন ১০৯ ভোট। ফলে ২৭ ভোটের ব্যবধানে জয়ী হন শম্পা।

পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৫ জন। এদের মধ্যে ৯ জন নির্বাচিত হন। সর্বাধিক ১৮৯ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরী। এছাড়া ১৮৭ ভোট পান জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, ১৬৯ ভোটে নির্বাচিত হন সুমাইয়া সুলতানা চৌধুরী, ১৫১ ভোটে রেহানা আফরোজ খান, ১৪৬ ভোটে রেহানা ফারুক শিরিন, ১৪৪ ভোটে আসমাউল হাসনা খান, ১৪১ ভোটে গাজী জিনাত আফজা, ১৪০ ভোটে শাহানা আক্তার এবং ১৩৮ ভোটে তাহমিনা হাসান চৌধুরী।

এছাড়া সহ-সভাপতি পদে আলেয়া ফেরদৌসি তুলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট ২৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শেষে বিকেল ৫টা থেকে গণনা শুরু হয়।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত সিলেট উইমেন চেম্বারের এ নির্বাচন দীর্ঘ প্রায় ১০ বছর পর অনুষ্ঠিত হলো।

মতামত (0)