সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে নতুন কমিটি: শিগগিরই আসছে নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ হতে যাচ্ছে। এ উদ্দেশ্যে আট সদস্যের ‘কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি’ গঠন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার (৩১ আগস্ট) মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানার সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
কমিটিতে যারা থাকছেন
কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে। সদস্য সচিব থাকবেন অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন)। এছাড়া মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রতিনিধি থাকবেন কমিটিতে।
নতুন বিধিমালা অনুযায়ী নিয়োগ
এর আগে ২৮ আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ জারি করে মন্ত্রণালয়। নতুন বিধিমালা অনুযায়ী—
সহকারী শিক্ষকের ৯৩% পদ মেধার ভিত্তিতে পূরণ হবে।
এর মধ্যে ২০% বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য।
৮০% অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য।
৭% পদ কোটাভিত্তিক: মুক্তিযোদ্ধা পরিবার (৫%), ক্ষুদ্র নৃগোষ্ঠী (১%) ও শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ (১%)।
👉 তবে কোটায় প্রার্থী না পাওয়া গেলে মেধাক্রম অনুযায়ী পদ পূরণ করা হবে।
নতুন পদ ও বয়সসীমা
সহকারী শিক্ষক (সংগীত) এবং সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদ সৃষ্টি করা হয়েছে।
সরাসরি নিয়োগে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করা হয়েছে।
পরীক্ষার কাঠামো
লিখিত পরীক্ষা: ৯০ নম্বর
বাংলা: ২৫
ইংরেজি: ২৫
গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০
সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক): ২০
মৌখিক পরীক্ষা: ১০ নম্বর
সর্বনিম্ন পাস নম্বর: লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় ৫০%।