‘সময়ই আমাদের উজাড় করে সবকিছু দেয়’

সময়কে চিরন্তন ও ঐশ্বরিক বললেন অমিতাভ বচ্চন
বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন সম্প্রতি নিজের ব্লগে সময় বা ‘কাল’ নিয়ে গভীর অনুভূতি ব্যক্ত করেছেন। তার মতে, সময় কেবল মানুষের জীবনে এগিয়ে দেয় না, বরং জীবনকে অভিজ্ঞতায় পূর্ণ করে।
বিগ বি লিখেছেন— “সময় ধীরে ধীরে সব শুদ্ধ করে দেয়। এর কোনো অবসর নেই, এই প্রক্রিয়া চিরন্তন। আমরা চাই বা না চাই, সময় আমাদের দিয়ে চলে; আবার যেটা চাই না, সেটাও দিয়ে ফেলে।”
তার ভাষায়, প্রকৃত জীবন ক্ষণস্থায়ী হলেও তা কেবল মিনিট বা ঘণ্টায় মাপা যায় না, বরং তা চিরস্থায়ী সত্তার অনুভব। সময়ই সিদ্ধান্ত নেয়, নির্দেশ দেয়, নিশ্চিত করে ও হিসাব রাখে। শেষ পর্যন্ত সময় সবকিছু মানুষকে উজাড় করে দেয়— সেটি সঠিকভাবে ব্যবহার হবে, নাকি অপচয় হবে, তা নির্ভর করে মানুষের ওপর।
এদিকে অমিতাভ বচ্চনের সঞ্চালনায় বর্তমানে চলছে জনপ্রিয় টেলিভিশন শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র নতুন সিজন। শাহরুখ খানের সঞ্চালনায় একটি সিজন বাদ দিলে প্রতিটি সিজনেই দর্শকদের সামনে হাজির হয়েছেন বিগ বি।