আমার সিলেট
ধর্ম
২৮ সেপ্টেম্বর, ২০২৫

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দুুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
সিলেট
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দুুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শুভেচ্ছা

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নেতৃবৃন্দ।
রোববার (২৮ সেপ্টেম্বর) এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য্য, ড. দিলীপ কুমার দাস চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব, কেন্দ্রীয় সদস্য সরোজ ভট্টাচার্য, অরুণ চন্দ্রনাথ অ্যাডভোকেট ও ড. চিন্ময় চৌধুরী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপনের দেশ হচ্ছে আমাদের বাংলাদেশ। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এবারের শারদীয় দূর্গোৎসব পালিত হচ্ছে ভিন্ন এক প্রেক্ষাপটে। রক্তাক্ত জুলাই-আগস্টের বিশ^সেরা গণঅভ্যুন্থানের মধ্য দিয়ে শীর্ষ দুর্নীতিবাজদের পাহারাদার সরকারের পতন ঘটে। বাঙালী সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহত ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা প্রতি বছরের মতো এবারো সামাজিক সম্প্রীতির মিলনক্ষেত্র হিসেবে উদযাপিত হবে। এই উৎসবের মর্যাদা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র সম্প্রদায় ও নাগরিক সমাজের সম্মিলিত দায়িত্ব। দুঃখজনক হলেও সত্য সাম্প্রতিক সময়ে বিভিন্ন অসুভচক্র সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে প্রতিমা ভাংচুরের মাধ্যমে অনৈতিক প্ররোচনা সৃষ্টি করছে। যা খুবই উদ্বেগ জনক। এহেন কর্মকান্ড শুধু ধর্মীয় অনুূভূতিকে আহত করে না, বরং সমাজের নৈতিক ও সাংস্কৃতিক সংহতিতেও ক্ষতি করে। সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

হিন্দু সম্প্রদায়
শারদীয় দূর্গাপূজা
সাম্প্রদায়িক সম্প্রীতি

মতামত (0)