আমার সিলেট
জাতীয়
১৩ সেপ্টেম্বর, ২০২৫

শান্তিগঞ্জে কার-মোটরসাইকেল সং/ঘ/র্ষে নি'হ'ত ২

Redwanur Rahman (প্রতিনিধি)
সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ, সিলেট
১৩
শান্তিগঞ্জে কার-মোটরসাইকেল সং/ঘ/র্ষে নি'হ'ত ২

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জয়কলস ইউনিয়নের খাদ্যগুদাম এলাকার সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জগামী একটি কারের সঙ্গে জগন্নাথপুরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এক আরোহী মারা যান। তিনি দোয়ারাবাজার থানার সাউদেরগাঁও গ্রামের বাসিন্দা ওয়াহিদ আলীর ছেলে মো. জুয়েল মিয়া।

অপর আরোহী সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহত ওই ব্যক্তি সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর ময়নার পয়েন্ট এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. শব্দর আলী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী।

মতামত (0)