শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে সিলেটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আধিপত্যবাদবিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিলেট মহানগর।
আজ (১৯ ডিসেম্বর, শুক্রবার) বাদ জুমআ বন্দরবাজার কুদরত উল্লাহ জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি শহীদুল ইসলাম সাজু’র সঞ্চালনায় উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে এবং হত্যাকারীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে—তাদের সবাইকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। যতক্ষণ পর্যন্ত শরিফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্রশিবিরের আন্দোলন চলমান থাকবে।
তিনি আরও বলেন, যারা এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এবং যারা এ দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত—ছাত্র-জনতা তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।
উক্ত বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট মহানগরের সাবেক সভাপতি সিদ্দিক আহমদ।
এছাড়াও ছাত্রশিবির সিলেট মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
