শনিবার সিলেট নগরীর কয়েক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

জরুরি মেরামত ও বিতরণ ব্যবস্থার উন্নয়ন কাজের জন্য শনিবার (৪ অক্টোবর) সিলেট নগরীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন শুক্রবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১১ কেভি নয়াসড়ক ফিডারের কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুতখানা, জেল রোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এছাড়া ১১ কেভি নাইওরপুল ফিডারের কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানী জাদুঘর, ধোপাদিঘীর উত্তরপার, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট, শাহী ঈদগাহ ও আশপাশ এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন হলে সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও জানানো হয়।
সাময়িক অসুবিধার জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করে সহযোগিতা কামনা করেছেন নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।
