আমার সিলেট
সিলেট
১৩ সেপ্টেম্বর, ২০২৫

রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার

নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর, সিলেট
রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার

সিলেট মহানগরীর প্রধান সমস্যা হিসেবে চুরি, ছিনতাই, অসামাজিক কার্যকলাপ, ফুটপাত দখল, অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড, তীর জুয়া ও মাদককে চিহ্নিত করা হয়েছে। এসব সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ পিপিএম।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স হলে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এ আশ্বাস দেন তিনি।

সভায় নেতৃবৃন্দ বলেন, এসব সমস্যা শান্তির শহর সিলেটকে আজ প্রায় অশান্ত করে তুলেছে। চুরি-ছিনতাইসহ নাগরিক দুর্ভোগ কমাতে তারা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা দেন। এ সময় প্রবাসীদের জায়গা ও বাসা দখল, সন্ধ্যার পর আড্ডা এবং ফুটপাত দখল সমস্যার কথাও জোরালোভাবে তুলে ধরেন তারা।

সব বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ। তিনি বলেন, “সিলেট একটি পূণ্যভূমি, এখানে অনাচার চলতে পারে না। সিলেট মেট্রোপলিটন পুলিশ কাজ করবে নগরবাসীর ইচ্ছা অনুযায়ী।”

তিনি আরও জানান, আগামী ১ অক্টোবর থেকে GenieA অ্যাপ চালু হবে। এর মাধ্যমে নগরবাসী দ্রুত পুলিশি সেবা পাবেন। অপরাধ জিরোতে না আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।

সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময়ে
মেট্রোপলিটন পুলিশ

মতামত (0)