রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা

ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা প্রায় ৮:৪০ টার দিকে রাজধানীর বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে অজ্ঞাতনামা বন্দুকধারীরা তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা প্রায় ৫ রাউন্ড গুলি ছুঁড়ে। ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় মুসাব্বিরকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
একই ঘটনায় আনোয়ার হোসেন নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং ঘটনার কারণ ও মামলার অগ্রগতি নিরূপণে তদন্ত শুরু করেছে।
সর্বশেষ খবর পাওয়ার আগ হামলাকারীদের শনাক্ত বা গ্রেফতার সম্পর্কিত কোনো তথ্য জানা যায়নি।
