অপরাধ
২৭ সেপ্টেম্বর, ২০২৫
ময়মনসিংহে বৃদ্ধের চুল কাটার ঘটনায় ৭ জনের নামে মামলা
নিজস্ব প্রতিবেদক
তারাকান্দা, ময়মনসিংহ
১১
২

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় একজন বৃদ্ধ ফকিরকে (হালিম উদ্দিন আকন্দ, বয়স ~৭০) জোরপূর্বক ধরে চুল ও দাড়ি কেটে দেওয়া হয়।
এই ঘটনা একটি ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতেই দেখা যায়, বেশ কয়েকজন ব্যক্তি বৃদ্ধকে আটকিয়ে চুল ও দাড়ি কাটছেন, বৃদ্ধ প্রতিরোধ করার চেষ্টা করলেও পারছেন না।
বৃদ্ধের ছেলে মো. শহিদ মিয়া আকন্দ ২৭ সেপ্টেম্বর তারাকান্দা থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে, এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হচ্ছে, যারা চুল ও দাড়ি কাটেছিল, তারা “কনটেন্ট ক্রিয়েটর” এবং “হিউম্যান সার্ভিস বাংলাদেশ” নামে একটি সংগঠনের সদস্য বলে পরিচিত।
থানার ওসি (ওসি মো. টিপু সুলতান) জানিয়েছেন, তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং আসামিদের নাম ও পরিচয় তদন্তের স্বার্থে প্রকাশ করা হবে না।
