আমার সিলেট
মানববন্ধন
৪ ডিসেম্বর, ২০২৫

মৌলভীবাজারে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার, সিলেট
১১
মৌলভীবাজারে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

মৌলভীবাজারে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে পবিত্র ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্মীয় গ্রন্থ অবমাননার অভিযোগ এনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) জোহরের নামাজের পর মৌলভীবাজার চৌমুহনা এলাকায় ইসলামী চেতনা ও মানবতাবাদী পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. অ্যাডভোকেট আবু তাহের, এবং সঞ্চালনা করেন নুরুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন লেখক ও গবেষক সৈয়দ কামাল আহমদ বাবু, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহ সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুর রহমান, সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, কবি সুফি চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল আলীম, মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া, আব্দুস সালাম, আব্দুল বাছিত চৌধুরীসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ সংশ্লিষ্ট বিষয়টি তদন্ত করে আইনের আওতায় যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত সংক্রান্ত অভিযোগ উঠলে তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমেই বিবেচনা করা জরুরি।

মতামত (0)