মির্জা ফখরুলের বক্তব্যে জামায়াতের তীব্র প্রতিবাদ

ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ’ আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, “সম্প্রতি কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ‘এই সময়’-এর সঙ্গে সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা আমাদের নজরে এসেছে। এ ধরনের অসত্য ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য তার মতো প্রবীণ রাজনীতিবিদের মুখ থেকে এসেছে—এটা বিশ্বাস করাও কষ্টকর। এই বক্তব্যের সাথে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই।”
গোলাম পরওয়ার আরও বলেন, “যদি এ বক্তব্য সত্যিই তার হয়ে থাকে, তবে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আহ্বান জানাচ্ছি—জামায়াত আসন চেয়েছে, তার প্রমাণ জাতির সামনে তুলে ধরুন। অন্যথায় জনগণের কাছে দুঃখ প্রকাশ করুন।”
তিনি পরিষ্কারভাবে জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাভাবিকভাবে তার নেতৃত্বের অধীনে পরিচালিত হয়। “কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।”
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, “আমাদের রাজনীতি দেশের জনগণ ও আল্লাহর সন্তুষ্টির জন্য। জনগণের আদালতেই এর বিচার হবে। আমরা মহান রবের করুণা ও সাহায্যেই ভরসা রাখি।”
বিবৃতিতে তিনি ভবিষ্যতে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানান।
