আমার সিলেট
ধর্ম
১ সেপ্টেম্বর, ২০২৫

মহানবী (সা.) কাবার সামনে যে দোয়া পড়তেন

নিজস্ব প্রতিবেদক
সিলেট
মহানবী (সা.) কাবার সামনে যে দোয়া পড়তেন

ইসলামের ইতিহাসে কাবা শরিফকে বলা হয় মুসলিম উম্মাহর তাওহিদের প্রতীক। পৃথিবীর সব মুসলিমই নামাজে মুখ ফিরিয়ে থাকেন এই পবিত্র ঘরের দিকে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) যখন কাবা শরিফের সামনে দাঁড়াতেন, তখন তিনি দোয়া করতেন মহান আল্লাহর কাছে।

বিভিন্ন হাদিসে এসেছে, নবী করিম (সা.) কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতেন এবং ক্ষমা প্রার্থনা করতেন। তিনি বলতেন—
“হে আল্লাহ! আপনি শান্তির উৎস, আপনার থেকেই আসে শান্তি। আমাদের জীবন আপনার শান্তির মধ্যেই কাটুক। হে আল্লাহ! আমাদের সবাইকে জীবনে ও মৃত্যুর পর শান্তির আবাসে পৌঁছে দিন।”
(মুসলিম শরিফ)

এছাড়া তিনি আল্লাহর কাছে এই দোয়াও করতেন:
“হে আল্লাহ! আমার প্রতি আপনার রহমত বর্ষণ করুন, আমাকে ক্ষমা করুন এবং আমার সৎ কাজগুলো কবুল করুন।”

🔹 নবী করিম (সা.)-এর এই দোয়াগুলো শুধু কাবা শরিফের সামনে দাঁড়ানো মানুষের জন্য নয়, বরং বিশ্ব মুসলিমের জন্য দিকনির্দেশনা। আল্লাহর কাছে ক্ষমা, রহমত ও শান্তি প্রার্থনার মাধ্যমে দোয়া কবুলের আশা জাগ্রত হয়।

🕋 মুসলিমদের বিশ্বাস, কাবার সামনে দাঁড়িয়ে আন্তরিকভাবে দোয়া করলে তা সহজেই কবুল হয়। তাই হজ বা উমরাহ করতে যাওয়া মুসলিমরা মহানবী (সা.)-এর অনুসরণে একই দোয়াগুলো পড়ে থাকেন।

মতামত (0)