ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক সেমিনার সভা সফলভাবে সম্পন্ন

আজ রবিবার , ১৯ অক্টোবর ২০২৫ তারিখে দুপুর ৩টা ৩০ মিনিটে ডিএনসিআরপি, সিলেট-এর সভাকক্ষে “ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” বিষয়ক এক সচেতনতামূলক সভা সফলভাবে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আরিফ মুর্শেদ মিশু, উপপরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট।
তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ শুধু সরকারের নয়, বরং জনগণের সচেতন অংশগ্রহণের মাধ্যমেই এটি বাস্তবায়ন সম্ভব। সেক্ষেত্রে সিসিএসকে গবেষণামূলক কাজ করতে হবে,সিসিএসকে সমাজের ভোক্তার সাথে সম্পর্কিত স্টেক হোল্ডারকে সচেতনতা সেমিনার উদ্ভুত করতে হবে।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নানান সীমাবদ্ধ থাকায় সিসিএসকে আরো সক্রিয় হওয়ার উপর জোর দেন।
অনুষ্ঠানে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (CCS), সিলেট-এর সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সিলেট জেলার ১৩টি উপজেলা থেকে আগত সিসিএস সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সমন্বয় করেন এবং নেতৃত্ব দেন সিলেট জেলা কো-অর্ডিনেটর ইমদাদুল হক জীবন।
তিনি তাঁর বক্তব্যে ভোক্তা অধিকার রক্ষায় মাঠ পর্যায়ে সিসিএস-এর ভূমিকা আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের উপপরিচালকের প্রতি অনুরোধ জানান—সিসিএস সদস্যদের মাঠ পর্যায়ে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার জন্য।
আলোচনা শেষে অংশগ্রহণকারীরা ভোক্তা অধিকার বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি ও ন্যায্য বাণিজ্য নিশ্চিতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সভাটি প্রাণবন্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সফলভাবে সমাপ্ত হয়।
