আমার সিলেট
অর্থনীতি
১ সেপ্টেম্বর, ২০২৫

ভাতাভোগীর অর্ধেকই ভূতুড়ে ও রাজনৈতিক সুবিধাভোগী: পরিকল্পনা উপদেষ্টা

Md. Shaiduzzaman Sujan
সিলেট
ভাতাভোগীর অর্ধেকই ভূতুড়ে ও রাজনৈতিক সুবিধাভোগী: পরিকল্পনা উপদেষ্টা

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ভাতাভোগীদের অন্তত ৫০ শতাংশ ভূতুড়ে কিংবা রাজনৈতিক সুবিধাভোগী। যোগ্যদের অন্তর্ভুক্ত করতে তালিকা প্রণয়নে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে বর্তমানে স্থানীয় সরকার না থাকায় এই প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ‘ন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল প্রোটেকশন ২০২৫’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. ওয়াহিদউদ্দিন জানান, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ভাতাভোগীর তালিকা ইতোমধ্যে ডিজিটালাইজড হয়েছে। অন্তর্বর্তী সরকার জাতীয় পর্যায়ে একটি রেজিস্ট্রার তৈরির পরিকল্পনা করছে। তিনি বলেন, “এখন সময় এসেছে সর্বজনীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালুর। আমরা আর দরিদ্র দেশ নই, মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছি। শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে সামাজিক নিরাপত্তার আওতায় আনতে হবে। এটি মৌলিক ন্যায়বিচার।”

তিনি আরও বলেন, শক্তিশালী রাজস্বনীতি না থাকায় আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে, ফলে সরকারকে ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে। পাশাপাশি দারিদ্র্যের কারণ ব্যক্তিভেদে ভিন্ন হওয়ায় প্রকল্প গ্রহণে সতর্কতার প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক-ই-আজম। এছাড়া উপস্থিত ছিলেন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. মনজুর হোসেন, জনপ্রশাসন সিনিয়র সচিব মোখলেস-উর রহমান, মন্ত্রিপরিষদ সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জাহেদা পারভীন, ইউএনডিপি বাংলাদেশের প্রতিনিধি স্টেফেন লিলার, ইউরোপীয় ইউনিয়নের প্রধান মিচেল ত্রেৎজা এবং ঢাকায় অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পপকি।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত সচিব মো. খালেদ হাসান। তিনি বলেন, দেশের ‘মিসিং পুওর’—অর্থাৎ দারিদ্র্যসীমার সামান্য ওপরে থাকা জনগোষ্ঠীকে নিয়ে এখন গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।

জাতীয় বাজেটে সামাজিক সুরক্ষার জন্য এ বছর বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৭৩১ কোটি টাকা, যা মোট বাজেটের ১৪ দশমিক ৭৮ শতাংশ এবং জিডিপির প্রায় ১ দশমিক ৮৭ শতাংশ।

মতামত (0)