আমার সিলেট
অর্থনীতি
১ সেপ্টেম্বর, ২০২৫

বেক্সিমকোকে ৬০ দিনের মধ্যে দেনা শোধের নির্দেশ আদালতের

Md. Shaiduzzaman Sujan
সিলেট
বেক্সিমকোকে ৬০ দিনের মধ্যে দেনা শোধের নির্দেশ আদালতের

বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) খেলাপি হিসেবে শ্রেণিকৃত ৩৬০ কোটি টাকা ৬০ দিনের মধ্যে পরিশোধে নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এই অর্থের ওপর ১২ শতাংশ হারে সুদ গুনতে হবে বেক্সিমকো লিমিটেডকে।

রোববার ঢাকার অর্থঋণ আদালত-৫ এর বিচারক মুজাহিদুর রহমান ইউসিবির আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতে বেক্সিমকোর পক্ষে কেউ উপস্থিত ছিলেন না।

ঋণ পরিশোধে নির্দেশ দেওয়া ছয় পরিচালক হলেন—বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, চেয়ারম্যান আহমেদ সোহেল ফসিহুর রহমান (এএসএফ রহমান), পরিচালক ইকবাল আহমেদ, ওসমান কায়সার চৌধুরী, আবু বকর সিদ্দিকুর রহমান এবং রীম এইচ শামসুদ্দোহা

আদালতের নথি অনুযায়ী, ২০১৯ সালে ইউসিবির গুলশান করপোরেট শাখা থেকে বেক্সিমকো নেয় ২৫০ কোটি টাকার চলতি মূলধন ঋণ। কয়েক দফা সীমা বাড়ানো, সুদ মওকুফ ও পুনঃতপশিলের পরও ঋণ পরিশোধ না করায় গত জুনে ব্যাংক মামলা করে।


আসিফ অ্যাপারেলসের মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অন্যদিকে, একই আদালত গত ২৭ আগস্ট জনতা ব্যাংকের ২০৭ কোটি টাকা ঋণখেলাপি মামলায় আসিফ অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ ও তাঁর ছেলে পরিচালক আসিফ সালাউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

গাজীপুরের কোনাবাড়ীভিত্তিক এই রপ্তানিমুখী পোশাক কারখানাটি জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় খেলাপিতে পরিণত হয়। বন্ধকি সম্পত্তি নিলামে বিক্রির পরও অর্থ উদ্ধার সম্ভব না হওয়ায় এমডি ও পরিচালককে ৬ মাসের দেওয়ানি আটকাদেশ দিয়েছেন আদালত।

মতামত (0)