আমার সিলেট
শিক্ষা
১ সেপ্টেম্বর, ২০২৫

বুয়েটে ৩ দিন পর শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
ঢাকা
বুয়েটে ৩ দিন পর শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

বুয়েটে শাটডাউন প্রত্যাহার, নিয়মতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাবে শিক্ষার্থীরা

তিন দফা দাবিতে টানা তিন দিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও রোববার রাতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে নিয়মতান্ত্রিক কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন তারা।

রোববার রাত সাড়ে ৯টার দিকে প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালি উল্লাহ গণমাধ্যমকে জানান, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি। তবে নিয়মতান্ত্রিক কর্মসূচি চালু থাকবে।’ এর আগে সন্ধ্যায় আন্দোলনকারীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।

কী ছিল শিক্ষার্থীদের দাবি?

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—

  1. নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা।

  2. দশম গ্রেডে শুধু ডিপ্লোমাধারীরা নয়, উচ্চ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন—এমন ব্যবস্থা করা।

  3. কেবল বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্নকারীরাই যেন ‘প্রকৌশলী (ইঞ্জিনিয়ার)’ উপাধি ব্যবহার করতে পারেন।

টানা শাটডাউন ও সংঘর্ষ

গত বুধবার রাতে সংবাদ সম্মেলনে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে প্রকৌশল অধিকার আন্দোলন। এর পর থেকে বুয়েটে টানা তিন দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। ক্যাম্পাস কার্যত ফাঁকা থাকলেও প্রশাসনিক কার্যক্রম চলেছে স্বাভাবিকভাবে।

এর আগে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন এবং প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়। শিক্ষার্থীদের লাঠিপেটাও করা হয়, এতে অনেকে আহত হন।

সরকারের পদক্ষেপ

বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী প্রকৌশলীদের পেশাগত দাবির যৌক্তিকতা যাচাইয়ে সরকার একটি কমিটি গঠন করেছে।

মতামত (0)