আমার সিলেট
সিলেট
৭ সেপ্টেম্বর, ২০২৫

বিদেশের বিলাসিতা ফেলে স্বদেশের মাটিতে—১২ নং ওয়ার্ডবাসীর উন্নয়নে ফিরছেন আব্দুস সবুর চৌধুরী (সুহেল)

নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর, সিলেট
বিদেশের বিলাসিতা ফেলে স্বদেশের মাটিতে—১২ নং ওয়ার্ডবাসীর উন্নয়নে ফিরছেন আব্দুস সবুর চৌধুরী (সুহেল)

আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুস সবুর চৌধুরী (সুহেল) বিদেশের আরাম-আয়েশ ফেলে স্বদেশের মাটিতে ফিরছেন শুধুই এলাকার মানুষের উন্নয়ন ও অধিকার আদায়ের প্রত্যয়ে।

আসছে আগামী ৮ই সেপ্টেম্বর তিনি স্বদেশ প্রত্যাবর্তন করবেন। এ দিনকে সামনে রেখে ওয়ার্ডের সর্বস্তরের মানুষের মধ্যে ইতোমধ্যে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করেও তিনি সবসময় ছিলেন ওয়ার্ডবাসীর খোঁজ-খবর ও উন্নয়ন চিন্তায় ব্যস্ত।

ক্রয়ডন বিএনপি লন্ডনের সাবেক সভাপতি হিসেবে প্রবাসে সফল নেতৃত্ব দেওয়া এই প্রবাসী নেতা এবার নিজ এলাকার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে ও জনগণের প্রাণের দাবিগুলো পূরণ করতে দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি জানিয়েছেন—

“আমার কাছে বিদেশের চাকচিক্য নয়, জন্মভূমির মাটি আর মানুষের ভালোবাসাই সবচেয়ে মূল্যবান। আমার ওয়ার্ডবাসীর সুখ-দুঃখ ভাগাভাগি করাই জীবনের সত্যিকারের পরিতৃপ্তি। তাই উন্নত সিলেট গড়তে আমি সর্বস্ব দিয়ে কাজ করতে চাই।”

১২ নং ওয়ার্ডে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি—এসবকেই অগ্রাধিকার হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

ওয়ার্ডবাসীর দোয়া ও সহযোগিতা নিয়েই আব্দুস সবুর চৌধুরী (সুহেল) এগিয়ে যেতে চান “সবার সিলেট, সবার ওয়ার্ড” গড়ার লক্ষ্যে।

মতামত (0)