বাড়ি সাজাতে গৌরী খানের পারিশ্রমিক শুনলে অবাক হবেন!

বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরী খান এখন নিজস্ব পরিচয়ে জনপ্রিয় ইন্টেরিয়র ডিজাইনার। বড় বড় তারকাদের বাসা থেকে শুরু করে অফিস—সবেতেই রয়েছে তার সৃজনশীল ছোঁয়া। সিদ্ধার্থ মালহোত্রা, জ্যাকুলিন ফার্নান্দেজ, করণ জোহর, অনন্যা পান্ডে, মনীশ মালহোত্রাসহ একঝাঁক তারকার বাড়ি গৌরী খানের ডিজাইন করা।
তবে প্রশ্ন হলো— গৌরীকে দিয়ে বাড়ি সাজাতে হলে কত খরচ পড়বে?
ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, শুধু আইডিয়া ও পরামর্শ দেওয়ার জন্যই তিনি ৬ লাখ টাকা পর্যন্ত নেন। এরপর যদি বাস্তবে কাজ শুরু করেন, তবে তার পারিশ্রমিক ৩০ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত। বিলাসবহুল বাংলো ডিজাইনের ক্ষেত্রে এই অঙ্ক আরও বেড়ে দাঁড়ায় ৩ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত। আর বাণিজ্যিক প্রোজেক্টের জন্য তিনি নেন ৫০ লাখ থেকে ২০ কোটি টাকা।
এছাড়া গৌরী খানের কাস্টমাইজড আসবাবপত্রও লাখ টাকায় বিক্রি হয়।
অর্থাৎ, বাড়ি সাজাতে চাইলে বাজেট রাখতে হবে মোটা অঙ্কের—কারণ কিং খানের স্ত্রীর ডিজাইন মানেই আলাদা রুচির ছোঁয়া!