আমার সিলেট
খেলাধুলা
১ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশি কোচদের প্রশিক্ষণ দেবেন অস্ট্রেলিয়ান অ্যাশলে রস

Md. Shaiduzzaman Sujan
সিলেট
বাংলাদেশি কোচদের প্রশিক্ষণ দেবেন অস্ট্রেলিয়ান অ্যাশলে রস

বাংলাদেশি কোচদের মানোন্নয়নে বড় উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী সেপ্টেম্বর মাসেই প্রথমবারের মতো বোর্ডের উদ্যোগে আয়োজিত হবে লেভেল থ্রি কোচিং কোর্স। এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করতে আসছেন অস্ট্রেলিয়ার কোচিং বিশেষজ্ঞ অ্যাশলে রস

সোমবার (২ সেপ্টেম্বর) সিলেটে বিসিবি বোর্ড সভা শেষে এ তথ্য জানান ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন,
“প্রথমবারের মতো আমাদের উদ্যোগে একটি লেভেল থ্রি কোর্স আয়োজন হচ্ছে। ২০০৯ সালে একবার এখানে কোর্স হয়েছিল, তবে সেটা আইসিসি ও এসিসির উদ্যোগে ছিল। এবার পুরোপুরি বিসিবির ব্যবস্থাপনায় এই হাই-প্রোফাইল প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।”

তিনি আরও জানান, কোর্সে দেশের সম্ভাবনাময় ও উচ্চ পর্যায়ে কোচিংয়ে যুক্ত থাকা কোচরা অংশ নেবেন, যারা এখনো লেভেল থ্রি কোর্স করার সুযোগ পাননি।

অস্ট্রেলিয়ার ক্রীড়াঙ্গনে পরিচিত নাম অ্যাশলে রস দীর্ঘদিন ধরে খেলোয়াড় তৈরির পাশাপাশি কোচদের উন্নয়নেও কাজ করে আসছেন। এ প্রসঙ্গে ফাহিম বলেন,
“অ্যাশলে রস বিশ্বের সেরা কোচিং এডুকেটরদের একজন। তিনি একজন সহযোগী নিয়েও আসবেন এবং মূলত আমাদের দেশি কোচদের ডেভেলপমেন্টে কাজ করবেন।”

অ্যাশলে রসের কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল ভিক্টোরিয়া রাজ্যের কোচিং ডিরেক্টর ও দলের সহকারী কোচ হিসেবে। পরে তিনি যোগ দেন নিউজিল্যান্ড ক্রিকেটের হাই পারফরম্যান্স সেন্টারে, যেখানে প্লেয়ার ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি হাই পারফরম্যান্স কোচিং কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে তরুণ ও উদীয়মান কোচদের প্রশিক্ষণ দিচ্ছেন।

মতামত (0)