বাংলাদেশ অধ্যায় শেষ হলো জুলিয়ান উডের

নেদারল্যান্ডস সিরিজ শেষে বিদায় নিচ্ছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড
টি-টোয়েন্টি ক্রিকেটে দীর্ঘদিন ধরেই পিছিয়ে বাংলাদেশ। বিশেষ করে বড় শট খেলায় পুরুষ ও নারী দুই দলই দুর্বলতা অনুভব করে। এই ঘাটতি দূর করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগস্টে নিয়োগ দেয় বিশ্বখ্যাত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে।
তবে তার সঙ্গে চুক্তি ছিল স্বল্পমেয়াদি। আজ সোমবার সিলেটে বোর্ড সভা শেষে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানান, উডের সঙ্গে চুক্তি আর বাড়ানো হচ্ছে না। তিনি বলেন,
“৩ সেপ্টেম্বর পর্যন্তই ওর সঙ্গে চুক্তি করা হয়েছে। কয়েক দিনের জন্যই তাকে আনা হয়েছিল। এর মধ্যেই বিষয়টা সীমাবদ্ধ থাকবে। ভবিষ্যতে দরকার হলে আবার তাকে বা তার মতো কাউকে আনা হতে পারে।”
এর মানে নেদারল্যান্ডস সিরিজ শেষ করেই দেশে ফিরবেন উড। বাংলাদেশে তার ‘স্থায়ী চাকরি’ না থাকায় এরপরই তিনি নতুন গন্তব্য খুঁজবেন। ধারণা করা হচ্ছে, শিগগিরই তিনি যোগ দিতে পারেন দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কায়।
আগস্ট থেকে বাংলাদেশে কাজ করা উডকে বর্তমান সময়ের সেরা পাওয়ার হিটিং কোচদের একজন ধরা হয়। খেলোয়াড়দের বড় শট খেলায় দক্ষতা বাড়াতে বিসিবির পরীক্ষামূলক এই পদক্ষেপ শেষ পর্যন্ত স্বল্প সময়েই সীমাবদ্ধ থাকছে।