আমার সিলেট
সিলেট
২৯ নভেম্বর, ২০২৫

ফাজিলচিশতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় প্রভাষক ও দুই মেয়ে আহত

নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর, সিলেট
১১
ফাজিলচিশতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় প্রভাষক ও দুই মেয়ে আহত

স্কুলে যাওয়ার পথে সিলেট নগরীর ফাজিলচিশত এলাকায় সড়ক দুর্ঘটনায় সিলেট সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ফৌজিয়া আক্তার ও তার দুই কন্যা আহত হয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের সিলেট ইউমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ভর্তি করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, সকালে ফৌজিয়া আক্তার তার বড় মেয়ে ওয়াজিফা কবির আয়াত (৮) এবং ছোট মেয়ে আমায়া কবির (৬)-কে নিয়ে মুহিবুর রহমান একাডেমির উদ্দেশ্যে বাসা থেকে বের হন। ফাজিলচিশত এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে তারা সবাই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনায় ওয়াজিফা কবির আয়াতের বাম পা ভেঙে যায় এবং শরীরের একাধিক স্থানে আঘাত লাগে। মায়ের ঘাড়, হাঁটু ও চোখে আঘাতপ্রাপ্ত হন। ছোট মেয়ে আমায়াকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়েছে। আহত ফৌজিয়া ও তার বড় মেয়ে চিকিৎসাধীন রয়েছেন।
মোটরসাইকেলচালকের পরিচয় শাহান আহমদ (২২)। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে তাকে হেফাজতে নেয়। তবে চালকের স্ত্রী গর্ভবতী হওয়ায় মানবিক দিক বিবেচনায় আহত পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি। মামলা না থাকায় পুলিশ পরে তাকে মুক্তি দেয়।
স্থানীয়দের মতে, এ এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। শনিবার মুহিবুর রহমান একাডেমির দুই শিক্ষার্থী আহত হয়েছে। চালকদের আরও সচেতন হওয়া জরুরি। স্থানীয় প্রশাসনের পক্ষেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। এ ঘটনায় মুহিবুর রহমান একাডেমির শিক্ষার্থীরা মানববন্ধন করবে বলে বিশ্বস্থ সূত্রে জানা গেছে।

মতামত (0)