আমার সিলেট
বিনোদন
১ সেপ্টেম্বর, ২০২৫

প্রিন্স মামুনের সেলুনে নতুন চমক, তিনজনের হাতে থাকবে পরিচালনার দায়িত্ব—অপু বিশ্বাসের ঘোষণা

Md. Shaiduzzaman Sujan
ঢাকা
প্রিন্স মামুনের সেলুনে নতুন চমক, তিনজনের হাতে থাকবে পরিচালনার দায়িত্ব—অপু বিশ্বাসের ঘোষণা

সিনেমার কাজ থেকে দীর্ঘদিন দূরে থাকলেও চিত্রনায়িকা অপু বিশ্বাস এখন ব্যস্ত ব্যবসায়িক কার্যক্রমে। বিভিন্ন শোরুম উদ্বোধন থেকে শুরু করে নিজের পার্লার— সব মিলিয়ে তার সময় কাটছে ব্যবসার কাজে। একসময় অর্থনৈতিক সংকটে থাকা এই তারকা এখন বেশ স্বচ্ছল, তবে হাতে নেই কোনো নতুন চলচ্চিত্রের কাজ।

সম্প্রতি আলোচিত টিকটকার প্রিন্স মামুনের সেলুন ‘প্রিন্স কাট’ ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। শোনা যাচ্ছিল, অপু বিশ্বাস নাকি জোর করে মামুনের কাছ থেকে সেলুনটি কিনে নিয়েছেন। এ নিয়ে নেটিজেনদের মাঝে তুমুল বিতর্কও হয়েছে।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে প্রিন্স মামুন বলেন,

“অপু আপুর সঙ্গে কী ডিল হয়েছে, সেটা বিস্তারিত পরে জানানো হবে। তবে সেলুনটি এখন অপু আপু পরিচালনা করছেন।”

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপু বিশ্বাস বলেন,

“যখন কোনো কিছু বিক্রি হয়ে যায়, তখন সেটা তারই হয়ে যায়।”

এ প্রসঙ্গে তিনি আরও জানান, সেলুনটি পরিচালনা করবেন মোট তিনজন—

  • অপু বিশ্বাস

  • মাসুদ খান

  • কাজী মাহফুজ

এই তিনজন মিলে যৌথভাবে এগিয়ে নেবেন সেলুনের কার্যক্রম।

চলচ্চিত্রে অনিয়মিত হলেও ব্যবসায়িক উদ্যোগে নিজেকে নতুনভাবে হাজির করছেন অপু বিশ্বাস। ‘প্রিন্স কাট’ সেলুনকে ঘিরে তার এই পদক্ষেপকে বিনোদন দুনিয়ায় এখন বড় আলোচনার বিষয় হিসেবে দেখা হচ্ছে।

মতামত (0)